আপত্তির জবাব

খৃষ্ট-ধর্মের বিরুদ্ধে ইসলামের কার্যকর প্রচার

আরও একজন খৃষ্টান লিখকের স্বীকারোক্তিও শ্রবণ করুন। হারবার্ট গট্‌স সাল্‌ক তাহার “ওয়েল্ট বিবিগেণ্ডে মাখ্‌ড ইসলাম” নামক পুস্তকে লিখেনঃ-

“আজ ইসলাম ধর্ম-বিশ্বাস প্রচারের জন্য তলোয়ার ব্যবহার করিতেছে না। এখন পবিত্র যুদ্ধের লক্ষ্য কেবলমাত্র বাকী ধনতান্ত্রিক শক্তিগুলির প্রতি। কিন্তু শান্তিপ্রিয় আহমদীয়া জামা’ত সমগ্র বিশ্বের প্রায় সকল দেশে প্রচার অভিযানে নিয়োজিত রহিয়াছে। ... ... এই একটি জামা’তই রহিয়াছে, যাহারা খৃষ্টানদিগকে ইসলামে টানিয়া আনার জন্য সর্বশক্তি প্রয়োগ করিয়া প্রচার করিতেছে। আমরা ইহার পূর্বে মুসলমানদের মধ্যে খৃষ্টধর্মের প্রচারের ক্ষেত্রে অসুবিধার কথা বলিয়াছি। এখন স্বয়ং এই খৃষ্টধর্মই আহমদীয়া জামা’তের তবলীগি প্রচেষ্টার লক্ষ্যবস্তুতে পরিণত হইয়াছে। এই জামা’ত যত ছোটই হউক না কেন তাহারা ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রায় সকল বড় বড় শহরে মিশন স্থাপনের মাধ্যমে খৃষ্টান জগতে একটি বাধা ও অন্তরায় সৃষ্টি করিয়া দিয়াছে। এই জামা’ত কার্যকর প্রপাগাণ্ডার একটি সংগঠন। ইহারা বক্তৃতা দিতেছে, পত্র-পত্রিকা প্রকাশ করিতেছে এবং রেডিওকে নিজেদের চিন্তাধারা প্রচারের জন্য ব্যবহার করিতেছে।”

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।