আপত্তির জবাব

মুসলিম জাহানের প্রথম অসাধারণ আন্দোলন

অনুরূপভাবে একজন জার্মান প্রাচ্যবিদ প্রফেসর কিলার হল্‌ আহমদীয়া জামা’তের বর্ণনা নিম্নোক্ত ভাষায় দিয়াছেন:—

“আহমদীয়া জামা'তের দৃষ্টান্ত সম্পূর্ণরূপে ভিন্ন। ইহাকে বর্তমান যুগের একটি তবলীগি আন্দোলন বলা যাইতে পারে। ইহারা নিজেদের দাবী অনুযায়ী সত্য এবং প্রকৃত ইসলামকে সমগ্র বিশ্বে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং ইহাকে মানবজাতির জন্য শেষ-শিক্ষা হিসাবে বিস্তার দানে সচেষ্ট রহিয়াছে। আহমদীয়াত ইসলাম জাহানে প্রথম অসাধারণ আন্দোলন, যাহা একটি নিয়মিত সংগঠনের মাধ্যমে অমুসলমান দুনিয়াতে তবলিগী জাদ্দো জেহাদ করিতেছে। তাহারা খৃষ্টান মিশনগুলির মত নিয়মিতভাবে নিজেদের তৈরী মিশনারী (মুবাল্লিগ) প্রেরণ করিতেছে, স্কুল প্রতিষ্ঠা করিতেছে এবং বই পুস্তকাদি ও পত্র পত্রিকার সাহায্যে ইসলামকে বিস্তার দান করা ও লোকদিগকে মুসলমান বানানোর কাজে খুবই তৎপর রহিয়াছে।”

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।