আপত্তির জবাব

খৃষ্ট ধর্মের সাহায্য-সহায়তা করা ইংরেজদের রোপিত বৃক্ষ হওয়ার নামান্তর

সুতরাং এই অপবাদ আগা হইতে গোঁড়া পর্যন্ত সর্বৈব মিথ্যা যে, আহমদীয়াত, নাউযুবিল্লাহ মিন যালেক, ইংরেজদের রোপিত বৃক্ষ, যাহা ইংরেজ সরকার নিজেদের স্বার্থ রক্ষার্থে লাগাইয়াছিল। বলা বাহুল্য, যে ধনতান্ত্রিক শক্তিসমূহের স্বার্থ তো তাহারাই রক্ষা করিতেছে, যাহারা খৃষ্ট ধর্মের সাহায্য সহায়তা করিতেছে, খৃষ্টধর্মের স্বার্থে আহমদীয়া জামা’তকে বিনাশ করিয়া দিতে উদ্যত এবং যাহারা সমগ্র বিশ্বে বিজ্ঞাপন বিতরণ করিতেছে যে, ইহারা (অর্থাৎ আহমদীরা) ইংরেজদের রোপিত বৃক্ষ, এইজন্য ইহাদিগকে উৎপাটিত করার জন্য আমাদিগকে মনোনীত করা হইয়াছে। কিন্তু দেখিতে হইবে যে, ঐ সকল লোক কাহারা, যাহাদিগকে প্রকৃতপক্ষে খৃষ্ট–ধর্মের স্বার্থ রক্ষার জন্য দাঁড় করানো হইয়াছে? তাহারা বিগত দিনেও এই সকল লোকই ছিল এবং আজিও তাহারা এই সকল লোকই, যাহারা আহমদীয়াতের বিরুদ্ধে অপবাদ লাগাইতেছে।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।