আপত্তির জবাব

চোর দারোগাকে উল্টা শাসায়

কোন কোন সময় এমনটিও হইয়া থাকে যে, একটি চোর চুরির শাস্তি হইতে বাঁচার জন্য দারোগার নাম বলিয়া দেয় এবং গ্রেফতার হওয়ার ভয়ে উলটা দারোগাকেই শাসায় এবং তাহাকেই চোর বানাইয়া দেয়। বস্তুতঃ উর্দু ভাষায় এই প্রবাদটি রহিয়াছে “চোর দারোগাকে উলটা শাসায়”। আবার কোন কোন সময় এমনটিও হইয়া থাকে যে, একটি ভৃত্য প্রভু সাজিয়া বসে এবং প্রভুর অধিকার হরণ করিয়া তাহাকে শাসন করিতে আরম্ভ করে। ঐ শক্তি, যাহাদিগকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত করা হয় এবং দেশের মানুষের দ্বারা যাহাদের জীবিকা নির্বাহ হয় এবং যাহারা তাহাদের হেফাযতের কসম খাইয়া পদ-পদবী লাভ করে, দুর্ভাগ্যক্রমে কোন কোন দেশে এমনটিও হইয়া থাকে যে, তাহারা দেশের মানুষের দ্বারাতো জীবিকা অর্জন করে, কিন্তু প্রভু সাজিয়া তাহা অর্জন করে এবং ভৃত্য হইয়া তাহা অর্জন করে না এবং তাহারা নিজেদের প্রভুকে, অর্থাৎ দেশবাসীকে ভৃত্য বানাইয়া নেয়। পৃথিবীতে এমনটিতো হইয়া আসিতেছে। ঠিক এমনিভাবে ইহাও কোন তাজ্জবের ব্যাপার নয় যে, আহমদীয়াত, যাহা ইসলামকে রক্ষা করার জন্য একটি আজীমুশ্বান আন্দোলন, যাহাকে খোদা স্বয়ং কায়েম করিয়াছেন, উহাকে সম্পূর্ণরূপে একটি বিপরীত আকৃতিতে উপস্থাপন করা হইবে এবং উপস্থাপনও তাহারাই করিবে, যাহারা প্রকৃতপক্ষে স্বয়ং ইসলাম–দুশমন শক্তিগুলির হস্তে সদা-সর্বদা এজেন্ট ছিল এবং আজিও এজেন্টই রহিয়াছে। বস্তুতঃ যদি কেহ আমার কথা বিশ্বাস না করেন এবং আমার কথা মানিয়া নিতে প্রস্তুত না থাকেন, তাহা হইলে তিনি স্বয়ং অ–আহমদী মুসলমান আলেমদের স্বীকারোক্তি হইতে জানিয়া নিতে পারেন যে, কাহারা প্রকৃতপক্ষে বিভিন্ন সময়ে ধনতান্ত্রিক শক্তিগুলির এজেন্টরূপে কাজ করিয়া আসিয়াছে এবং ইহা স্বীকারও করিয়া আসিয়াছে। কেবলমাত্র ইহাই নহে। দেশীয় আদালতগুলির ভাষায় শুনুন, তাহাদের দৃষ্টিতে তাহারা কে ছিল, যাহারা ইসলাম–দুশমন শক্তিগুলির হস্তে সদা–সর্বদা এজেন্টরূপে ছিল এবং আজিও আছে। উদাহরণস্বরূপ, মজলিসে আহরারের (অপর নাম মজলিসে তাহফুজে খতমে নবুওত) কথা বলা যাইতে পারে। ইহারা দেওবন্দী ও আহলে হাদীসের একটি সংমিশ্রণ। এই মজলিসে আহরাররা সদা–সর্বদা আহমদীয়া জামা’তের বিরুদ্ধে এজেন্টরূপে কাজ করিয়া আসিতেছে এবং তাহারা সদা–সর্বদা অন্যদের হাতের ক্রীড়নক রূপে কাজ করিয়া আসিতেছে। ইসলাম–দুশমন এবং পাকিস্তান–দুশমন শক্তিগুলি সদা–সর্বদা তাহাদিগকে ব্যবহার করিয়াছে।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।