আহরারদের (মজলিসে খতমে নবুয়ত পন্থীদের) কুৎসিত ও ঘৃণ্য কর্ম-পন্থা
ইহারা গতকাল পর্যন্তও হিন্দুদের কৃতজ্ঞতার দাবীদার ছিল। কিন্তু পাকিস্তান হওয়ার পরেও কি ইহারা কৃতজ্ঞতার দাবীদার রহিয়াছে? ইহা বিচার করিয়া দেখার বিষয়। কেননা মৌদূদী সাহেব তো এই কথা বলিতেন যে, পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যতখানি চেষ্টা-তদবীর করার প্রয়োজন ছিল, তাহা তো করিয়াছি। কিন্তু যখন পাকিস্তান সৃষ্টি হইয়া গেল, তখন আমরা ইহাকে স্বীকার করিয়া লইয়াছি। অতএব আমাদের বিগত অপরাধ ক্ষমা কর। কিন্তু প্রকৃত ঘটনা এই যে, না আহরারেরা তওবা করিয়াছে এবং না মৌদূদী-পন্থীরা তওবা করিয়াছে। সুতরাং মজলিসে আহরার হউক বা জামা’তে ইসলামী হউক, ইহারা আজও তদ্রূপই পাকিস্তানের দুশমন, যদ্রূপ ইহারা গতকাল ছিল।
১৯৫৩ সালে মুনীর ইনকোয়ারী রিপোর্ট প্রকাশিত হইয়াছিল। উহা পড়িয়া দেখুন। আদালত বার বার বড়ই বেদনার সহিত এই দৃঢ় রায় প্রদান করিয়াছিল যে, এই সকল লোক (অর্থাৎ মজলিসে আহরার ও জামা’তে ইসলামী—অনুবাদক) পাকিস্তানকে না পূর্বে গ্রহণ করিয়াছিল এবং না আজো গ্রহণ করে এবং তাহাদের পাকিস্তানের বিরুদ্ধে দুশমনী আজ পর্যন্ত কমে নাই। বস্তুতঃ বিজ্ঞ বিচারক লেখেন:-
“আহরারদের আচরণ সম্বন্ধে আমরা নরম ভাষা ব্যবহার করিতে অক্ষম। ইহাদের কর্মপন্থা অস্বাভাবিক, কুৎসিত ও ঘৃণ্য। কেননা, ইহারা রূপে একটি পার্থিব উদ্দেশ্যে একটি ধর্মীয় বিষয়কে ব্যবহার করিয়া বিষয়টির অবমাননা করিয়াছে।” (রিপোর্ট, পৃষ্ঠা–২৭৮)
সদা সর্বদা আহরারদের এই ধরণ-করণই রহিয়াছে। অতঃপর বিজ্ঞ বিচারক লেখেন:-
“মৌলবী মোহাম্মদ আলী জলন্ধরী ১৫ই ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে লাহোরে বক্তৃতা করিতে গিয়া স্বীকার করেন যে, আহরাররা পাকিস্তানের বিরোধী ছিল। এই বক্তা দেশ বিভাগের পূর্বে এবং দেশ বিভাগের পরেও পাকিস্তানের জন্য ‘পলিদিস্তান’ (নাপাক-স্থান) শব্দটি ব্যবহার করিয়াছে এবং সৈয়দ আতাউল্লাহ শাহ বোখারী স্বীয় বক্তৃতায় বলেন, পাকিস্তান একটি পতিতা মেয়েলোক এবং এই পতিতাকে আহরাররা অপারাগ ও মজবুর হইয়া গ্রহণ করিয়াছে।” (রিপোর্ট, পৃষ্ঠা–২৭৫)
ইহা হইল এই সকল লোকদের কীর্তি-কলাপ, যাহারা আজ আহমদীয়া জামা’তকে বিদেশী শক্তিসমূহের এজেন্ট আখ্যায়িত করিয়া অপবাদ লাগাইতেছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা আজ একটি মহান ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনীর উপর ভর করিয়াছে এবং সেনাবাহিনীর উপর ইহাদের হুকুম চলিতেছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা গতকালও পাকিস্তানের বিরোধী ছিল, গত পরশুও বিরোধী ছিল এবং আজো বিরোধী রহিয়াছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা পূর্বেও পাকিস্তানকে পতিতা মেয়েলোক মনে করিত এবং আজো পতিতা মনে করে এবং পাকিস্তানের সহিত পতিতার মতই আচরণ করিতেছে। ইহাই হইল ইহাদের কীর্তি-কলাপ। ইহা তাহাদেরই স্বীকারোক্তি যে, ইসলামের নামে অর্জিত রাষ্ট্রকে (পাকিস্তানকে) তাহারা পতিতা মেয়েলোক মনে করিয়া গ্রহণ করিয়াছে।
১৯৫৩ সালে মুনীর ইনকোয়ারী রিপোর্ট প্রকাশিত হইয়াছিল। উহা পড়িয়া দেখুন। আদালত বার বার বড়ই বেদনার সহিত এই দৃঢ় রায় প্রদান করিয়াছিল যে, এই সকল লোক (অর্থাৎ মজলিসে আহরার ও জামা’তে ইসলামী—অনুবাদক) পাকিস্তানকে না পূর্বে গ্রহণ করিয়াছিল এবং না আজো গ্রহণ করে এবং তাহাদের পাকিস্তানের বিরুদ্ধে দুশমনী আজ পর্যন্ত কমে নাই। বস্তুতঃ বিজ্ঞ বিচারক লেখেন:-
“আহরারদের আচরণ সম্বন্ধে আমরা নরম ভাষা ব্যবহার করিতে অক্ষম। ইহাদের কর্মপন্থা অস্বাভাবিক, কুৎসিত ও ঘৃণ্য। কেননা, ইহারা রূপে একটি পার্থিব উদ্দেশ্যে একটি ধর্মীয় বিষয়কে ব্যবহার করিয়া বিষয়টির অবমাননা করিয়াছে।” (রিপোর্ট, পৃষ্ঠা–২৭৮)
সদা সর্বদা আহরারদের এই ধরণ-করণই রহিয়াছে। অতঃপর বিজ্ঞ বিচারক লেখেন:-
“মৌলবী মোহাম্মদ আলী জলন্ধরী ১৫ই ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে লাহোরে বক্তৃতা করিতে গিয়া স্বীকার করেন যে, আহরাররা পাকিস্তানের বিরোধী ছিল। এই বক্তা দেশ বিভাগের পূর্বে এবং দেশ বিভাগের পরেও পাকিস্তানের জন্য ‘পলিদিস্তান’ (নাপাক-স্থান) শব্দটি ব্যবহার করিয়াছে এবং সৈয়দ আতাউল্লাহ শাহ বোখারী স্বীয় বক্তৃতায় বলেন, পাকিস্তান একটি পতিতা মেয়েলোক এবং এই পতিতাকে আহরাররা অপারাগ ও মজবুর হইয়া গ্রহণ করিয়াছে।” (রিপোর্ট, পৃষ্ঠা–২৭৫)
ইহা হইল এই সকল লোকদের কীর্তি-কলাপ, যাহারা আজ আহমদীয়া জামা’তকে বিদেশী শক্তিসমূহের এজেন্ট আখ্যায়িত করিয়া অপবাদ লাগাইতেছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা আজ একটি মহান ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনীর উপর ভর করিয়াছে এবং সেনাবাহিনীর উপর ইহাদের হুকুম চলিতেছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা গতকালও পাকিস্তানের বিরোধী ছিল, গত পরশুও বিরোধী ছিল এবং আজো বিরোধী রহিয়াছে। ইহারা হইল ঐ সকল লোক, যাহারা পূর্বেও পাকিস্তানকে পতিতা মেয়েলোক মনে করিত এবং আজো পতিতা মনে করে এবং পাকিস্তানের সহিত পতিতার মতই আচরণ করিতেছে। ইহাই হইল ইহাদের কীর্তি-কলাপ। ইহা তাহাদেরই স্বীকারোক্তি যে, ইসলামের নামে অর্জিত রাষ্ট্রকে (পাকিস্তানকে) তাহারা পতিতা মেয়েলোক মনে করিয়া গ্রহণ করিয়াছে।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।