আপত্তির জবাব

খৃষ্টান ও হিন্দুদের প্রকৃত এজেন্ট

এখন দেখিয়া নিন, খৃষ্টানদের এজেন্ট কে এবং হিন্দুদের এজেন্ট কে ও অন্য শক্তিগুলির এজেন্ট কে। মসজিদ বিক্রয়-লব্ধ অর্থ ভক্ষণকারী আলেমদের এই দল মুসলমান স্ত্রীলোকদের মান–সম্ভ্রম সম্বন্ধে এইরূপ নির্বিকার ও বেপরোয়া যে, তাহাদের উপর কোন প্রকারের যুলুম হইলেও ইহারা বলে যে, ইহাতে তাহাদের কিছু যায় আসে না। ইহারা হইল ঐ সমস্ত লোক, যাহারা ধনতান্ত্রিক শক্তিসমূহের জোরে নিরস্ত্র ফিলিস্তিনীদের উপর গুলী বর্ষণ করিতে ইতস্ততঃ করে নাই। ইহারা হইল ঐ সমস্ত লোক, যাহারা সদা–সর্বদা ইসলামের মোকাবেলায় খৃষ্ট–ধর্মকে সমর্থন করিয়াছে এবং হযরত ঈসা আলাইহেস সালামকে জীবিত প্রমাণ করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরিয়া উৎসর্গীকৃত রহিয়াছে। অতএব, ধনতান্ত্রিক শক্তিসমূহ ও ‘ইসলাম দুশমন’ আন্দোলনগুলির এজেন্ট কি ইহারা, না আহমদীয়া জামা’ত, যাহারা সদা–সর্বদা ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য এবং হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পতাকাকে সমুন্নত করার জন্য নিজেদের যথাসর্বস্ব বাজী রাখিয়াছে এবং ইসলামের খাতিরে প্রতিটি কুরবানীর জন্যও এক মুহূর্তের জন্যও দ্বিধা করে নাই? এই সকল লোকদের অবস্থাতো এই যে, ঐ সকল হতভাগ্য মুসলমান, যাহাদিগকে ইহারা নিজেরাও মুসলমান বলিয়া স্বীকার করে, তাহাদের উপর যখন অশেষ যুলুম–নির্যাতন করা হয়, তখনও ইহাদের কিছু যায় আসে না। কিন্তু ইহার বিপরীত হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম, যাঁহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করিতে এবং অশ্লীল ও জঘন্য ভাষা ব্যবহার করিতে ইহাদের কণ্ঠ ক্লান্তি বোধ করে না, তাঁহার (আঃ) হৃদয়ের অবস্থা ছিল এই যে, নিজের কঠোর হইতে কঠোরতর দুশমন, যে কিনা ইসলামের নাম নেয় এবং মুসলমান হওয়ার দাবী করে, তাহার সম্বন্ধে তিনি (আঃ) বলেন:-

اے دل تو نیز خا طرا ینان نگاه دار كا خو دنند د دي حب پيمبرم

(অর্থাৎ হে আমার হৃদয়, তুমি এদের প্রতি সদয় দৃষ্টি রেখো। কেননা এরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রেমের দাবী রাখে—অনুবাদক)

তিনি (আঃ) বলেন, এই সকল লোক আমাকে গালি–গালাজ করে, আমাকে কাফির ও মুরতাদ (ধর্মত্যাগী) অখ্যায়িত করে এবং না জানি আরো কত কি বলে। ইহাদের নিকট আমার রক্ত বৈধ হইয়া গিয়াছে এবং আমার মান্যকারীদের রক্তও বৈধ হইয়া গিয়াছে। ইহাদের নিকট না আমার ইজ্জতের কোন মূল্য আছে, না আমার ধন–সম্পদের কোন মূল্য আছে এবং না আমার জীবনের কোন মূল্য আছে। এতদসত্ত্বেও, হে খোদা! আমি ইহাদের উপরও বদদোওয়া করি না। এই জন্য বদদোওয়া করিনা যে, ইহারা তো আমার প্রাণ–প্রিয় প্রভু মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রেমের দাবীকারক। ইহারা মিথ্যাবাদী হউক না কেন, ইহাদের আদর্শ যতই বিকৃত হউক না কেন এবং ইহাদের ঈমানে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, কিন্তু হে আমার হৃদয়! তুমি সদা সর্বদা এই বিষয়ের মর্যাদা রক্ষা করিও যে, এই সকল লোক আমার প্রিয়, আমার প্রভু এবং আমার ভালবাসার কেন্দ্র ও শেষ লক্ষস্থল মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের নাম নেয় এবং তাঁহার (সাঃ) প্রেমের দাবী রাখে। এই জন্য ইহাদের বিরুদ্ধে কখনো বদদো’আ করিও না।

সুতরাং ইহা কিরূপ অদ্ভুত ব্যাপার যে, মুসলমানদের জন্য যাঁহার হৃদয় কোমল, তিনি ও তাঁহার জামা’ত তো হইলেন, নাউযুবিল্লাহ মিন যালেক, ইসলামের বিশ্বাসঘাতক!! কিন্তু মৌলবীদের এই দল, যাহারা নিজেদের দাবী অনুযায়ী ইসলামের হামদার্দ, ইসলামের যোদ্ধা এবং ইসলামের জন্য মোজাহিদ সাজিয়া ঘুরিয়া বেড়াইতেছে, তাহারাই হইল ইসলামের হিতাকাঙ্খী? পরিশেষে ইহাই বলিতে হয় যে, ইহাদের কোন আদর্শ রহিয়াছে, যাহা ইহারা কিয়ামতের দিন খোদার হুযুরে পেশ করিবে এবং বলিবে যে, ইহারা ইসলামের শির উন্নত করার জন্য ও হিফাযত করার জন্য অমুক অমুক কাজ সম্পাদন করিয়াছিল?

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।