আহমদীয়াতের মাধ্যমে খৃষ্ট ধর্মের বিরুদ্ধে সাফল্য
অতএব, আজ আমি পাকিস্তানের মুসলমানদিগকে এবং বিশ্ব মুসলিমকে মাওলানা আবুল কালাম আজাদের এই সুধারণার কথা স্মরণ করাইতেছি এবং আমি মুসলমানদিগকে এই কথাও স্মরণ করাইতেছি যে, ইনি তোমাদেরই একজন খুব বড় নেতা। তিনি তোমাদের নিকট এই সুধারণা রাখয়াছিলেন এবং সর্বসমক্ষে ইহা প্রকাশ করিয়াছিলেন এবং এই কথা মনে করিয়া তাহা করিয়াছিলেন যে, যদি তোমাদের ধমনীতে ইসলামের জন্য মর্যাদাবোধ ও আত্মাভিমান মওজুদ থাকে এবং যদি তোমাদের শিরায় ইসলামের সমর্থনে জিন্দা খুন প্রবাহিত হয়, তাহা হইলে যতদিন পর্যন্ত এই জিন্দা খুন থাকিবে, ততদিন পর্যন্ত হযরত মির্যা সাহেব কর্তৃক ইসলামের খেদমতের স্বীকারোক্তি করার জন্য তোমরা নিজদিগকে মজবুর ও বাধ্য দেখিতে পাইবে। তোমাদের কণ্ঠ এই কথা স্বীকার করিতে বাধ্য হইয়া পড়িবে যে, ইসলামের প্রতিরক্ষায় হযরত মির্যা সাহেব যে খেদমত সম্পাদন করিয়াছেন, তদ্রূপ খেদমত অন্য কোথায়ও তোমরা দেখিতে পাইবে না। যতদিন পর্যন্ত ইসলামের সাহায্য–সমর্থনের আবেগ তোমাদের জাতীয় চরিত্রের শিরোনাম থাকিবে, ততদিন পর্যন্ত মাওলানা আবুল কালাম আজাদের দৃষ্টিতে তোমরা হযরত মির্যা সাহেব সম্বন্ধে এই কথা স্বীকার করিতে বাধ্য থাকিবে যে, মুসলমানদের পক্ষ হইতে খৃষ্ট ধর্মের বিরুদ্ধে যে সফল জেহাদ করা হইয়াছিল, তাহা কাদিয়ানে জন্মগ্রহণকারী হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আঃ) করিয়াছেন এবং প্রথম সারিতে থাকিয়া তিনি তাহা করিয়াছেন। তিনি ইসলামের ঐ সকল মুজাহিদের অন্তর্ভুক্ত ছিলেন, যাঁহারা সকলের চাইতে অধিক সম্মুখে অগ্রসর হইয়া ইসলামের দুশমনদের উপর হামলা করিতেন।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।