একটি প্রশ্ন ও এক মুহূর্তের জন্য চিন্তা
সুতরাং আমি নিজ মুসলমান ভাইদিগকে জিজ্ঞাসা করিতেছি এবং প্রত্যেক আহমদীও তাহাদিগকে এই কথা জিজ্ঞাসা করার অধিকার রাখে যে, তোমাদের ঐ যীন্দা খুন কোথায় গেল, এবং ইসলামের জন্য তোমাদের ঐ মর্যাদাবোধ ও আত্মাভিমানের কি হইল যে, আজ তোমরা সম্পূর্ণরূপে বিপরীত কথা বলিতেছ? খৃষ্ট–ধর্মের মোকাবেলায় এই মহাবীর জেনারেলের বিরুদ্ধে আজ তোমরা মিথ্যা অপবাদ দিতেছ যে, তিনি ইংরেজদের রোপিত বৃক্ষ এবং খৃষ্টানরা নিজেদের স্বার্থে এই বৃক্ষের গোড়ায় পানি ঢালিয়া ছিল। কোথায় গেল তোমাদের সেই আত্মমর্যাদাবোধ? কোথায় গেল তোমাদের সেই জিন্দা খুন? একটু তো ভাবিয়া দেখ, কে তোমাদের এই খুন চুষিয়া লইয়াছে? কোন কোন সময় একটি VAMPIRE অর্থাৎ এইরূপ রক্ত–শোষক পিশাচের গল্প শুনিতে পাওয়া যায়, যাহা নাকি ঘুমন্ত মানুষের শিরায় চিমটি দিয়ে থাকিয়া তাহার রক্ত চুষিয়া থাকে। উহা মানুষের ঘাড়ে খোঁচা ঢুকাইয়া দিয়া তাহার জীবন শিরায় নিজের দাঁত বসাইয়া দেয়, রক্ত চুষিয়া খায়। তাহা হইলে ইহা কোন রক্ত–শোষক পিশাচ? ইহা কোন যালেম VAMPIRE, যাহা কিনা আজ তোমাদের শিরায় নিজের দাঁত বসাইয়া দিয়াছে এবং তোমাদের ইসলামী মর্যাদাবোধের রক্ত চুষিতেছে এবং তোমরা ইহা অনুভবই করিতেছ না?
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।