আপত্তির জবাব

সত্যকে পর্দা দ্বারা ঢাকিয়া রাখার সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইবে

যদি তোমাদের শিরায় ইসলামী আত্মাভিমান ও মর্যাদাবোধের তাজা খুন প্রবাহিত হইত, তাহা হইলে যেমন কিনা মাওলানা আবুল কালাম আজাদ বলিয়াছেন, খোদার কসম! তোমরা হযরত মির্যা সাহেবের উপর অভিসম্পাত বর্ষণ করার পরিবর্তে সর্বদা তাঁহার প্রতি সালাম প্রেরণ করিতে থাকিতে এবং সর্বদা ইসলামের এই মহাবীর জেনারেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি পেশ করিতে থাকিতে, যিনি স্বীয় জীবন, স্বীয় ইজ্জত, স্বীয় ধনসম্পদ, স্বীয় সন্তান, স্বীয় পিতা–মাতা এবং স্বীয় যথাসর্বস্ব ইসলামের জন্য কুরবান করিয়া দিয়াছেন। তিনি কেবলমাত্র একটি আশা লইয়া দণ্ডায়মান হইয়াছিলেন, কেবলমাত্র একটি আশা লইয়া জীবিত ছিলেন এবং কেবলমাত্র একটি আশা পূর্ণ হওয়ার আকাঙ্খা লইয়া পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিয়াছেন—যে পৃথিবী হইতে খৃষ্ট–ধর্মের শিক্ষা চিরতরে নিশ্চিহ্ন হইয়া যাক এবং পৃথিবীতে একটি শিক্ষাই প্রতিষ্ঠিত হউক এবং উহা তাঁহার আকা ও প্রভু মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের শিক্ষা হউক, এবং পৃথিবীতে একটি কিতাবই প্রতিষ্ঠিত হউক, যাহা তাঁহার প্রভু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হইয়াছিল এবং পৃথিবীতে একজন রাসূলই স্বীকৃতি লাভ করুক, যাঁহাকে সম্মানের সহিত স্মরণ করা হইবে, অর্থাৎ মুহাম্মাদ মুস্তফা আরবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম। আফসোস, আজ তিনি তোমাদের দৃষ্টিতে ইসলামের সব চাইতে বড় বিশ্বাসঘাতক! কিন্তু তোমরা, হাঁ, তোমরাই হইলে ঐ রক্তশোষক পিশাচ, যাহারা মুসলমানদের আত্মমর্যাদাবোধের শিরার রক্ত চুষিতেছে এবং তোমরা তোমাদের ধারণা অনুযায়ী ইসলামের মহাবীর জেনারেল সাজিয়া নিজদিগকে পৃথিবীর সম্মুখে যাহির করিতেছ। খোদার কসম, তোমাদের এই ধোকা চলিবে না। আমি তোমাদের এই ধোকা চলিতে দিব না। আমি জগদ্বাসীকে দেখাইয়া ছাড়িব কে বিশ্বাসঘাতক ও কে ইসলামের প্রথম সারির মোজাহিদ।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।