জেহাদ রহিত করণের অপবাদ
ইতিপূর্বেই উল্লেখ করা হইয়াছে যে, পাকিস্তান সরকারের প্রকাশিত পুস্তকে হযরত আকদাস মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে সকল অপবাদ লাগানো হইয়াছে, ঐগুলির মধ্যে অন্যতম মারাত্মক অপবাদ এই যে, তিনি নাউযুবিল্লাহ মিন যালেক, ইংরেজদের রোপিত বৃক্ষ ছিলেন। আহমদীয়া জামাত যেন ইংরেজদের দ্বারাই প্রতিষ্ঠিত একটি জামাত। আমি এই অপবাদের একটি দিক জামা’তের বন্ধুগণের নিকট তুলিয়া ধরিয়াছি এবং বিভিন্ন দৃষ্টিকোণ হইতে ইহার বিভিন্ন অংশের উপর আলোকপাত করিয়াছি। এখন আমি অন্যান্য দিক হইতে এই অপবাদের বিভিন্ন শাখা–প্রশাখার উপর আলোচনা করিব।
এই অপবাদের সহিত সম্পর্কযুক্ত করিয়া হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামকে জেহাদ রহিতকারী সাব্যস্ত করা হইয়াছে এবং এই যুক্তি দেওয়া হইয়াছে যে, যেহেতু তাঁহাকে ইংরেজদের বিভিন্ন স্বার্থের জন্য ইংরেজদের পক্ষ হইতেই দাঁড় করানো হইয়াছিল, সেহেতু এই সকল স্বার্থের মধ্যে ইংরেজদের অন্যতম গুরুত্বপূর্ণ স্বার্থ ছিল জেহাদকে রহিত করা এবং যেহেতু তিনি নিজের লেখায় এই কথা (শ্বেতপত্র অনুযায়ী) বহুবার স্বীকার করিয়াছেন, সেহেতু ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত হইয়া গিয়াছে যে, তিনি ইংরেজদের স্বার্থ সিদ্ধির জন্য ইংরেজদের তরফ হইতেই একজন প্রতিনিধিরূপে দণ্ডায়মান হইয়াছিলেন।
এই অপবাদের সহিত সম্পর্কযুক্ত করিয়া হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামকে জেহাদ রহিতকারী সাব্যস্ত করা হইয়াছে এবং এই যুক্তি দেওয়া হইয়াছে যে, যেহেতু তাঁহাকে ইংরেজদের বিভিন্ন স্বার্থের জন্য ইংরেজদের পক্ষ হইতেই দাঁড় করানো হইয়াছিল, সেহেতু এই সকল স্বার্থের মধ্যে ইংরেজদের অন্যতম গুরুত্বপূর্ণ স্বার্থ ছিল জেহাদকে রহিত করা এবং যেহেতু তিনি নিজের লেখায় এই কথা (শ্বেতপত্র অনুযায়ী) বহুবার স্বীকার করিয়াছেন, সেহেতু ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত হইয়া গিয়াছে যে, তিনি ইংরেজদের স্বার্থ সিদ্ধির জন্য ইংরেজদের তরফ হইতেই একজন প্রতিনিধিরূপে দণ্ডায়মান হইয়াছিলেন।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।