আপত্তির জবাব

তলোয়ারের জেহাদের শর্তাবলী অনুপস্থিত

সুতরাং জেহাদের উপরোক্ত ধারণাকে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম অবৈধ সাব্যস্ত করিয়াছেন। আলেমদের মধ্য হইতে আজ কে আছে, যে ইহাকে আজো বৈধ বলিতে পারে? কাজেই তাহারা মিথ্যা অপবাদ লাগাইয়াছে। যে জিনিষকে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম অবৈধ ঘোষণা করিয়াছেন, তাহা হইল জেহাদ সম্বন্ধে বিরুদ্ধবাদীদের ভ্রান্ত ধারণা। কিন্তু তাহাদের এই ধারণা এখন প্রকাশিত হইতেছে। ঐসময় তাহারা প্রচ্ছন্নভাবে কথা বলিত এবং ইংরেজ সরকারকে সম্বোধন করিয়া তাহারা জেহাদের ঐ ধারণাই বর্ণনা করিত, যাহা হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম বর্ণনা করিতেন। আমি এই বিষয়-বস্তু সম্বন্ধে এখন কতিপয় উদ্ধৃতি পাঠ করিব। তাহা হইলে আপনারা বুঝিতে পারিবেন, যে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামকে কত ধরনের বিরুদ্ধবাদীর সম্মুখীন হইতে হইয়াছিল। খোদাতায়ালা স্বীয় বান্দাগণকে এমনিতেই মনোনীত করেন না এবং এমনিতেই ভালবাসেন না, বরং তিনি তাহাদিগকে অত্যন্ত দুঃখ ও বিপদের পরীক্ষায় ফেলিয়া দেন। এবং তাহারা কঠোর জালেমদের সম্মুখীন হন, এবং তাহারা সবুরের সহিত অগ্রসর হন। তখন তাহারা খোদার দরবারে পাক-পবিত্র বলিয়া গণ্য হন এবং তাহাদের অন্তর্ভুক্ত হন, যাহারা খোদার প্রিয়-ভাজন। হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম বলেন:-

“তলোয়ারের সহিত জেহাদের শর্তাবলী পূর্ণ না হওয়ার দরুন বর্তমান যুগে তলোয়ারের জেহাদ রহিল না।”

তিনি আরো বলেন:-

“এবং আমাদিগকে এই আদেশই দেওয়া হইয়াছে যে, আমরা কাফেরের মোকাবেলায় ঐ ধরনের প্রস্তুতি গ্রহণ করিব, যে ধরনের প্রস্তুতি তাহারা আমাদের মোকাবিলায় গ্রহণ করে, অথবা আমরা কাফেরদের সহিত ঐ ধরনের আচরণই করিব, যে ধরনের আচরণ তাহারা আমাদের সহিত করে এবং যতক্ষণ পর্যন্ত না তাহারা আমাদের উপর তলোয়ার উঠায়, ততক্ষণ পর্যন্ত আমরাও তাহাদের উপর তলোয়ার উঠাইব না।” (হাকিকাতুল মাহদী, পৃষ্ঠা–১৯)

তিনি আরো বলেন:-

“এই যুগে জেহাদ আধ্যাত্মিক অবস্থার রঙ ধারণ করিয়াছে এবং এই যুগে জেহাদ হইল ইহাই যে, ইসলামের বাণীকে গৌরবান্বিত করার চেষ্টা করুন।” (পরবর্তী রেফারেন্স দেখুন)

সুতরাং হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র জেহাদের ঐ ধারণা রদ করিয়াছেন, যাহা আলেমগণ নিজেদের তরফ হইতে খাড়া করিয়াছিলেন। যতক্ষণ পর্যন্ত জেহাদের শর্ত পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত জেহাদ করা নিষেধ এবং ইহাও জেহাদের মাত্র একটি অংশ, যাহা শর্ত পূর্ণ না হওয়ার দরুন নিষেধ।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।