ইসলামের বাণীকে গৌরবান্বিত করার ময়দান উন্মুক্ত
জেহাদের ব্যাপকতর বিষয়বস্তু সম্বন্ধে ইহাই বলিতে হয় যে, জেহাদ নিজ জায়গায় কখনো রহিত হইতে পারে না। ইহা সর্বাবস্থায় অনিবার্যভাবে সদা সর্বদা জারী থাকিবে এবং ইহার কোন না কোন অবস্থা নিশ্চয়ই এইরূপ থাকিবে, যাহা মোমেন সম্পাদন করিতে পারে। বস্তুতঃ, হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম আরো বলেন:-
“ইসলামের বাণীকে গৌরবান্বিত করার চেষ্টা করুন। বিরুদ্ধবাদীদের মিথ্যা অভিযোগের উত্তর দিন। সত্য ধর্ম ইসলামের সৌন্দর্যাবলী পৃথিবীতে বিস্তৃত করুন। আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সত্যতা পৃথিবীতে প্রকাশ করুন। যতক্ষণ খোদাতায়ালা জেহাদের অন্য কোন অবস্থা প্রকাশ না করেন, ততক্ষণ পর্যন্ত ইহাই জেহাদ।” (মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব প্রণীত “দরূদ শরীফ” পুস্তিকায় লিপিবদ্ধ, হযরত মীর নাসের নবাব সাহেবের নামে হযরত মসীহ মওউদ (আঃ)-এর লিখিত পত্রাবলী, পৃষ্ঠা–২৬)।
অর্থাৎ জেহাদের এই অবস্থা সর্ব যুগের জন্য নয়। অন্যান্য অবস্থার অর্থ এই যে, যখন ইসলামের দুশমনেরা ধর্মের উপর বল প্রয়োগ করিবে, তখন তোমরাও বল প্রয়োগ করার অনুমতি পাইয়া যাইবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এইরূপ অবস্থা প্রকাশিত না হয়, ততক্ষণ পর্যন্ত অন্যান্য সকল রকমের জেহাদের দরজা তোমাদের জন্য উন্মুক্ত রহিল।
হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম বলেন:-
“এখন হইতে তলোয়ারের জেহাদের অবসান হইল (সকল প্রকার জেহাদের অবসান হয় নাই। কেন হয় নাই তাহার কারণসমূহ পূর্বে বলা হইয়াছে—গ্রন্থকার)। কিন্তু নিজের নফস্কে পবিত্র করার জেহাদ বাকী রহিয়াছে। এই কথা আমি নিজের তরফ হইতে বলিতেছি না, বরং খোদার ইহাই ইচ্ছা। সহি বোখারীর এই হাদীসটি সম্বন্ধে চিন্তা করুন, যেখানে মসীহ মওউদের পরিচয়ে লেখা হইয়াছে الحرب يضح (ধর্ম যুদ্ধ রহিত করিবেন) অর্থাৎ মসীহ (আঃ) যখন আগমন করিবেন, তখন তিনি ধর্মযুদ্ধের অবসান করিয়া দিবেন।” (গভর্ণমেন্ট আংরেজী আওর জেহাদ, পৃষ্ঠা–১৫)
“ইসলামের বাণীকে গৌরবান্বিত করার চেষ্টা করুন। বিরুদ্ধবাদীদের মিথ্যা অভিযোগের উত্তর দিন। সত্য ধর্ম ইসলামের সৌন্দর্যাবলী পৃথিবীতে বিস্তৃত করুন। আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সত্যতা পৃথিবীতে প্রকাশ করুন। যতক্ষণ খোদাতায়ালা জেহাদের অন্য কোন অবস্থা প্রকাশ না করেন, ততক্ষণ পর্যন্ত ইহাই জেহাদ।” (মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব প্রণীত “দরূদ শরীফ” পুস্তিকায় লিপিবদ্ধ, হযরত মীর নাসের নবাব সাহেবের নামে হযরত মসীহ মওউদ (আঃ)-এর লিখিত পত্রাবলী, পৃষ্ঠা–২৬)।
অর্থাৎ জেহাদের এই অবস্থা সর্ব যুগের জন্য নয়। অন্যান্য অবস্থার অর্থ এই যে, যখন ইসলামের দুশমনেরা ধর্মের উপর বল প্রয়োগ করিবে, তখন তোমরাও বল প্রয়োগ করার অনুমতি পাইয়া যাইবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এইরূপ অবস্থা প্রকাশিত না হয়, ততক্ষণ পর্যন্ত অন্যান্য সকল রকমের জেহাদের দরজা তোমাদের জন্য উন্মুক্ত রহিল।
হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম বলেন:-
“এখন হইতে তলোয়ারের জেহাদের অবসান হইল (সকল প্রকার জেহাদের অবসান হয় নাই। কেন হয় নাই তাহার কারণসমূহ পূর্বে বলা হইয়াছে—গ্রন্থকার)। কিন্তু নিজের নফস্কে পবিত্র করার জেহাদ বাকী রহিয়াছে। এই কথা আমি নিজের তরফ হইতে বলিতেছি না, বরং খোদার ইহাই ইচ্ছা। সহি বোখারীর এই হাদীসটি সম্বন্ধে চিন্তা করুন, যেখানে মসীহ মওউদের পরিচয়ে লেখা হইয়াছে الحرب يضح (ধর্ম যুদ্ধ রহিত করিবেন) অর্থাৎ মসীহ (আঃ) যখন আগমন করিবেন, তখন তিনি ধর্মযুদ্ধের অবসান করিয়া দিবেন।” (গভর্ণমেন্ট আংরেজী আওর জেহাদ, পৃষ্ঠা–১৫)
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।