আপত্তির জবাব

আল্লাহর দিকে আহ্বানও জেহাদের অন্তর্ভুক্ত

শাহ ফয়সল ১৩৮৫ হিজরীতে হজ্ব উপলক্ষে মক্কা মুকাররমায় রাবেতা আলমে ইসলামীর ইজতেমায় (সম্মেলনে) বলেন:-

“হে সম্মানিত ভ্রাতৃবৃন্দ! তোমাদের সকলকে ‘জেহাদ ফি সাবিলিল্লাহর’ (অর্থাৎ আল্লাহর জন্য জেহাদের) পতাকাকে সমুন্নত করার জন্য আহ্বান করা হইয়াছে। জেহাদ কেবলমাত্র বন্দুক উচানো বা তলোয়ার চালানোর নাম নহে। বরং আল্লাহর কেতাব এবং রাসুল মকবুল সাঃ-এর সুন্নতের প্রতি আহ্বান করা, এইগুলির উপর আমল করা এবং সকল প্রকার মুস্কিল ও অসুবিধা এবং কষ্ট সত্ত্বেও সুদৃঢ়রূপে ইহার উপর কায়েম থাকার নাম হইল জেহাদ।” (উম্মুল কোরা, মক্কা মোয়ায্‌যমা, ২৪শে এপ্রিল ১৯৬৫ ইং)

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।