আপত্তির জবাব

মওদুদীবাদের অদ্ভুত অভিব্যক্তি

সুতরাং একদিকে রহিয়াছে এই সত্যের রূহ্‌ ও ইসলামের রূহের আওয়াজ এবং অন্যদিকে মওদুদীবাদের রূহ্‌। ইহা মওদুদী সাহেবের ভাষায় কথা বলিতেছে এবং ইহা জুলুম-নির্যাতনের এক অদ্ভুত অভিব্যক্তি। ইসলামী শিক্ষা অধ্যয়নের পর তাঁহার সারা জীবনের পরিশ্রমের নির্যাস তিনি এই ভাষায় ব্যক্ত করিতেছেন, “কিন্তু ওয়াজ নসিহত ব্যর্থ হওয়ার পর” ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। এই আওয়াজ কি নবুওয়াতের মেজাজ সম্বন্ধে ওয়াকেবহাল ব্যক্তির আওয়াজ হইতে পাবে? না, না, ইহাকে নবুওয়াতের মেজাজ সম্বন্ধে ওয়াকেবহাল বলিও না। ইহাতো ইসলামের দুশমনদের মেজাজের সহিত সঙ্গতিপূর্ণ এক ও অভিন্ন আওয়াজ। ইহাতো ঐ আওয়াজ, যাহা মেজর আস্‌বারনের রক্তে ক্রোধাগ্নিরূপে ছুটাছুটি করিতেছিল। ইহাতো ঐ প্রবাহমান কলুষিত অগ্নি যাহা ইসলামের হাজার হাজার দুশমনকে আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়াস সাল্লামের বিরুদ্ধে হিংসার অনলে দগ্ধ করিতেছিল। এই লেখা (অর্থাৎ মওদুদী সাহেবের উপরোক্ত লেখা-অনুবাদক) পড়িলে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়, আমার দেহমনে আগুন লাগিয়া যায়। ইহা লেখা নয়। ইহাতো নির্দয় পাথর। ইহা ভাষা নয়। ইহাতো নিষ্ঠুর এক তীক্ষ্ণ-ধার ছুরি, যাহা সকল রসূল-প্রেমিকের হৃদয়কে বিদ্ধ করে। ইহা ঐ ছুরি, যাহার আঘাত অত্যন্ত গভীর ও মর্মবিদারী। আমরা কি নবুওয়াতের মেজাজ সম্বন্ধে ওয়াকেবহাল ব্যক্তির আওয়াজ শুনিতেছি? না, না, ইহাতে মেজর আস্‌বারন এবং পাদ্রী ইমাদউদ্দিনের আওয়াজ, যাহা মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করে। খোদার খাতিরে ইহাকে ইসলামের রূহ্‌ বলিও না। ইহাকে মওদুদীবাদের রূহ্ বল! অভিসম্পাত তাহার উপর, যে নাকি এই আওয়াজকে ইসলামের রূহ্ বলে। কোথায় হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের ইসলামের বিজয়ের তত্বজ্ঞানপূর্ণ ধারণা এবং জেহাদের ধারণা, আর কোথায় এই বেশ পরিবর্তিত ও লক্ষ আবরনে আচ্ছাদিত কথা ও লেখা, যাহা এত আবরনের মধ্যে থাকিয়াও নিজ হলাহলকে গোপন করিতে পারে না। তাহার (অর্থাৎ মওদুদী সাহেবের-অনুবাদক) ছুরি এই সকল আবারনকেও ছিন্ন করিয়া আমাদের হৃদয়ে আঘাত হানিতেছে।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।