মওদুদীবাদের জেহাদের ধারণার সহিত ইসলামের কোন সম্পর্ক নাই
সুতরাং এই সকল কথা হইল আঁ-হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ও ইসলামের বিরুদ্ধে সবচেয়ে অধিক ভয়ংকর মিথ্যা অপবাদ। আমরা কিভাবে জেহাদের এই ধারণাকে স্বীকার করিয়া নিতে পারি? ইহাতো বিলুপ্ত ও রহিত হওয়ার যোগ্য। আমাদের আকা ও মাওলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামের প্রতি এক মুহূর্তের জন্যও এই ধারণাকে আরোপ করা যায় না। আমরা ইহাকে কোন অবস্থাতেই মানিয়া নিতে প্রস্তুত নই।
সুতরাং এই সকল আলেমের অবস্থা দেখিলে হৃদয়ে এক অদ্ভুত ধরণের কম্পন আরম্ভ হইয়া যায়। ইসলামের রূহ্ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও উদাসীন এই সকল লোক হইল ইসলামের নামে খোদার পবিত্র বান্দাগণের উপর জালেমানা হামলাকারী। ইহারা হামলা করার সময় সময়ের আওয়াজ পরিবর্তন করিতে থাকে এবং কোনরূপ ভীত হয় না যে তাহারা কি করিতেছে, তাহাদের বক্তব্য কি ও আমল কি!
যখন কখনো মুসলিম জাহানের উপর বিপদের সময় আসিয়াছে তখন কাহারা ইসলামের জন্য প্রথম সারিতে দাঁড়াইয়া বুক পাতিয়া দিয়াছে এবং ইসলামের দুঃখকে নিজেদের বুকে টানিয়া লইয়াছে? তাহারা কি আহমদী মুসলমান, না এই সকল আলেম, যাহারা সাদাসিধা মুসলমানদিগকে সদাসর্বদা বোকা বানাইয়া আসিতেছে এবং আজও বোকা বানাইতেছে? ইহাই হইল বর্তমান বিষয়বস্তুর অবশিষ্টাংশ। এই অবশিষ্টাংশ, ইনশাল্লাহ, “পাকিস্তান সরকারের শ্বেতপত্রের উত্তর (দ্বিতীয় খণ্ড)” শিরোনামে পুস্তকাকারে প্রকাশ করা হইবে।
সুতরাং এই সকল আলেমের অবস্থা দেখিলে হৃদয়ে এক অদ্ভুত ধরণের কম্পন আরম্ভ হইয়া যায়। ইসলামের রূহ্ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও উদাসীন এই সকল লোক হইল ইসলামের নামে খোদার পবিত্র বান্দাগণের উপর জালেমানা হামলাকারী। ইহারা হামলা করার সময় সময়ের আওয়াজ পরিবর্তন করিতে থাকে এবং কোনরূপ ভীত হয় না যে তাহারা কি করিতেছে, তাহাদের বক্তব্য কি ও আমল কি!
যখন কখনো মুসলিম জাহানের উপর বিপদের সময় আসিয়াছে তখন কাহারা ইসলামের জন্য প্রথম সারিতে দাঁড়াইয়া বুক পাতিয়া দিয়াছে এবং ইসলামের দুঃখকে নিজেদের বুকে টানিয়া লইয়াছে? তাহারা কি আহমদী মুসলমান, না এই সকল আলেম, যাহারা সাদাসিধা মুসলমানদিগকে সদাসর্বদা বোকা বানাইয়া আসিতেছে এবং আজও বোকা বানাইতেছে? ইহাই হইল বর্তমান বিষয়বস্তুর অবশিষ্টাংশ। এই অবশিষ্টাংশ, ইনশাল্লাহ, “পাকিস্তান সরকারের শ্বেতপত্রের উত্তর (দ্বিতীয় খণ্ড)” শিরোনামে পুস্তকাকারে প্রকাশ করা হইবে।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।