আপত্তির জবাব

রাসুলুল্লাহ (সাঃ)-এর ঘরে এগারজন পুত্র জন্মেছিল

আপত্তি: হযরত মির্যা সাহেব লিখেছেন, ঐতিহাসিকগণ জানেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ঘরে এগারজন পুত্র জন্মেছিল। যারা সকলেই মারা গিয়েছিল। (রূহানী খাযায়েন ২৩/২৯৯)

উত্তর: ইতিহাসের গ্রন্থাবলী পবিত্র কুরআনের সমান মর্যাদা রাখে না। পবিত্র কুরআনের মত এগুলো সব ধরনের ভুল-ত্রুটি থেকে মুক্তও নয়। মির্যা সাহেবের যে উদ্ধৃতিটি এখানে ‘আল্লামা’ আব্দুল মজিদ সাহেব উল্লেখ করেছেন এখানে মির্যা সাহেব ঐতিহাসিকদের প্রতি আরোপ করে কথাটি বলেছেন। এখন প্রশ্ন হল, কোন ইতিহাস গ্রন্থ কি মহানবী (সা.)-এর এগারো পুত্র সন্তানের নাম উল্লেখ করে? মহানবী (সা.)-এর জীবন চরিত সমৃদ্ধ অনেক গ্রন্থ রচিত হয়েছে। কোন কোনটি প্রসিদ্ধ ও অধিক প্রচলিত আবার কোনটির বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ জনগণ অনবহিত। প্রসিদ্ধ সীরাত গ্রন্থ ‘সিরাতে হালাবিয়্যাহ্’-এর মাঝে ‘আওলাদুন্নাবী’ তথা ‘মহানবী (সা.)-এর সন্তানসন্ততি’ শিরোনামে একটি পৃথক পরিচ্ছদ রয়েছে। সেখানে মহানবী (সা.)-এর পুত্রসন্তান হিসাবে ১১টি নাম দেখতে পাওয়া যায়। অতএব যে কথা সীরাত গ্রন্থে বিদ্যমান মির্যা সাহেব কেবল সে দিকেই ইঙ্গিত করেছেন। এখন যদি কেউ সেই সীরাত গ্রন্থ পড়ে না থাকে তাহলে আমরা কী করতে পারি? কিন্তু পাঠক ‘আল্লামা’ আব্দুল মজিদ দেওবন্দী মতবাদের আলেম হয়ে সীরাতে হালাবীয়্যাহ পড়েন নি এটা আমরা বিশ্বাস করতে পারি না। তাহলে জেনেশুনে তার এমন আপত্তি করার দুরভিসন্ধিটা কী?

(পুস্তকঃ হে ‘আল্লামা’! - প্রকৃত ইসলামই আমাদের ঠিকানা)

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।