আধুনিক গবেষকদের একটি কল্পিত অপবাদ
এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে সকল আপত্তি উত্থাপন করা হইয়াছে এইগুলিও হুবহু কুরআন করীমের উপরোক্ত আয়াতের আলোকে পুরাতন আপত্তি। উহার পুনরাবৃত্তি করা হইতেছে এবং এইগুলির মধ্যে একটিও এইরূপ নুতন কথা নাই, যাহা অতীতের নবীগণের বিরুদ্ধে বলা হয় নাই, কিন্তু কেবলমাত্র হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বলা হইয়াছে। কোন কোন সময় যে সকল আপত্তি হযরত আকদাস মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বিরুদ্ধে করা হইত, ঐগুলি তাঁহার খাঁটি প্রেমিক ও পুত-পবিত্র দাসের (হযরত মসীহ মওউদ আঃ-এর - অনুবাদক) বিরুদ্ধেও পুনরাবৃত্তি করা হইতেছে। বস্তুতঃ পাকিস্তান সরকার যে কষ্ট-কল্পিত শ্বেত-পত্র প্রকাশ করিয়াছে, ইহাতেও এই কথার উপর খুবই জোর দেওয়া হইয়াছে যে তিনি (অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম) ইংরেজদের রোপিত বৃক্ষ এবং ইংরেজদের বানানো নবী। বস্তুতঃ তাহাদের শ্বেতপত্রের কথাগুলি হইল এই যে আধুনিক গবেষকরা প্রমাণ করিয়া দিয়াছে যে আহমদীয়াত ইংরেজদের স্বরোপিত বৃক্ষ। ইহা বৃটিশ সাম্রাজ্যের স্বার্থ রক্ষার জন্য লাগানো হইয়াছে। এই সকল আধুনিক গবেষক কাহারা (?) ইহার সম্বন্ধে কিছু বলা হয় নাই। তাহাদের গবেষণা কি বলে (?) ইহারও কোন উল্লেখ নাই। বরং কেবলমাত্র একটি কল্পিত অপবাদ তৈয়ার করিয়া উপস্থাপন করা হইয়াছে। কিন্তু এইরূপ বাচনভঙ্গী গ্রহণ করা হইয়াছে, যাহাতে পাশ্চাত্য জগত বা অন্যান্য নব্য শিক্ষিত লোকেরা সাধারণতঃ বিশ্বাস করিবে যে প্রকৃতপক্ষেই ইহা একটি বড় গবেষণামুলক কথা যে “আজিকার আধুনিক গবেষকরা প্রমাণ করিয়া দিয়াছে”।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।