আপত্তির জবাব

ইংরেজরা ‘উলিল আমর’ (যাহারা আদেশ দেওয়ার অধিকারী) ছিল

‘চাটান’ পত্রিকার সম্পাদক সুরেশ কাশ্মিরী সাহেব লিখেন:
“যাহারা ঘটনাবহুল এই যুগে জেহাদ রহিতকরণের ব্যাখ্যা ব্যতীত 'আতিউল্লাহা ওয়া আতিউর রাসুলা ওয়া উলিল আমের মিনকুম’ (অর্থাৎ তোমরা আল্লাহকে মান্য কর এবং আল্লাহর রাসুলকে মান্য কর এবং তোমাদের মধ্যে যাহারা আদেশ দান করার অধিকারী তাহাদিগকে মান্য করো। এ ‘উলিল আমর’ এর হকদাররূপে ইংরেজদিগকে সাব্যস্ত করে, তাহাদের মধ্যে বিখ্যাত চিন্তাবিদ ডেপুটি নজির আহমদের নামও রহিয়াছে।” (পুস্তক ‘আতাউল্লাহ শাহ বোখারী’ পৃষ্ঠা ১৩৫)।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।