আপত্তির জবাব

ইংরেজ শাসন গর্বের কারণ

ইংরেজ শাসন সম্বন্ধে এখন মৌলবী মুহাম্মাদ হোসাইন বাটালবী সাহেবের অভিমত শুনুন। তিনি লিখেন:
“রোমের সুলতান একজন ইসলামী বাদশাহ। কিন্তু সাধারণ শান্তি, শৃঙ্খলা, পরিস্থিতি ও সুশাসনের দিক হইতে (ধর্মকে বাদ দিয়া) বৃটিশ সরকারও আমাদের স্বজাতি মুসলমানদের জন্য কোন কম গৌরবের কারণ নয় এবং বিশেষভাবে আহলে-হাদীস সম্প্রদায়ের জন্য তো এই সরকার শান্তি-শৃঙ্খলা ও স্বাধীনতার দিক হইতে বর্তমান সময়ে সমগ্র ইসলামী সুলতানদের (রোম, ইরান, খোরাসান) চাইতেও অধিক গর্বের কারণ।” (এশায়াতুস্‌ সূন্নাহ পত্রিকা, ১০ম সংখ্যা, পৃষ্ঠা ২৯২-২৯৩)।
গতকাল পর্যন্ত ইহাদের ভাষা ছিল এইরূপ। অতঃপর তিনি আরো বলেন:
“এই শান্তি ও স্বাধীনতার এবং সুশাসনের দিক হইতে ভারতবর্ষের আহলে-হাদীস সম্প্রদায় বৃটিশ গভর্ণমেন্টকে আল্লাহতায়ালার তরফ হইতে ‘গণীমত' মনে করে এবং এই সরকারের প্রজা হওয়াকে ইসলামী সুলতানদের প্রজা হওয়ার চাইতে উত্তম মনে করে।” (এশায়াতুস্‌ সূন্নাহ পত্রিকা, ১০ম সংখ্যা, পৃষ্ঠা ২৯২-২৯৩)।
এই সকল লোক আজ বলিতেছে যে, আহমদীরা যেহেতু ইসলামী সুলতানদিগকে পছন্দ করে না, সেহেতু তাহারা ইংরেজদের শাসনে থাকিয়া বৃদ্ধি লাভ করিয়াছে এবং নিজেদের উৎকর্ষ সাধন করিয়াছে এবং তাহারা চাহিত যে, এই সরকার চিরদিনের জন্য থাকুক। কিন্তু স্বয়ং ইহাদের বাপ-দাদারা গতকাল পর্যন্ত এই কথা বলিত যে, “তাহারা বৃটিশ প্রজা থাকাতে ইসলামী সুলতানদের প্রজা হওয়ার চাইতে উত্তম মনে করে।”
এখন দেখুন, ইহাদের এই সকল লেখার মধ্যে এইরূপ কোন কথার উল্লেখ নাই, যেমন কিনা ইংরেজ সরকারের প্রশংসার ব্যাপারে মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম ইহার কারণ বর্ণনা করিয়াছেন যে, ইংরেজেরা শিখদের যুলুম হইতে উদ্ধার করিয়া মুসলমানদিগকে ধর্মীয় স্বাধীনতা দান করিয়াছে। এই জন্য তিনি তাহাদের প্রশংসা করেন। কিন্তু এই লোকদের নিকটতো এইরূপ কারণ ছাড়াই ইসলামী সুলতানগণের চাইতে ইংরেজ শাসন গতকাল পর্যন্তও উত্তম মনে হইতেছিল এবং আহলে-হাদীসগণ যেখানেই বসবাস করুন এবং যেখানেই গমন করুন না কেন (আরবেই হউক, রোমেই হউক বা অন্য কোথাও হউক না কেন), তাহারা ইংরেজ ব্যতীত অন্য কোন রাষ্ট্রের অধীনস্থ প্রজা হইতে চান না।
শিয়াগণের ব্যাপারে বলিতে হয় যে, তাহারাও এইরূপ লেখাই পেশ করিয়া আসিতেছেন। আল্লামা আলী হায়েরীর একটি উদ্ধৃতি, যাহা ১৯২৩ খৃস্টাব্দের এপ্রিল মাসে ‘মোয়াজ্‌জা তাহরিফে কুরআন’ এর ৫৭ হইতে ৫৮ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, উহাতেও এই বিষয়বস্তুর কথাই বর্ণনা করা হইয়াছে।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।