আপত্তির জবাব

আহমদীয়াতের সহিত একটি প্রকাশ্য প্রতারণা

হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেকে রোপিত বৃক্ষ বলিয়া স্বীকার করিয়া নেওয়া সম্বন্ধে বলিতে হয় যে, এই অভিযোগের মধ্যেও এইরূপ প্রতারণা রহিয়াছে যে অবাক হইতে হয়। ইহাদের খোদার কোন ভয় নাই। ইহারা এই ধারণা দিয়া থাকে যে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম নিজেকে এবং আহমদীয়া জামাতকে ইংরেজদের রোপিত বৃক্ষ বলিয়া স্বীকার করিয়াছেন এবং নাউজুবিল্লাহ মিন যালেক, তিনি ইংরেজদেরই লাগানো বৃক্ষ এবং আহমদীয়া সেলসেলা ইংরেজদেরই পরিচালিত সেলসেলা। কিন্তু আমি আপনাদিগকে তাহার ঐ লেখাগুলি পড়িয়া শুনাইয়াছি, যেই লেখাগুলি হইতে ইংরেজদের লাগানো বৃক্ষের মিথ্যা ধারণা সৃষ্টি করা হইয়াছে।

লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকওয়ার্থ ইয়ং একজন কঠোর শত্রুভাবাপন্ন খৃষ্টান ছিলেন এবং খৃষ্ট-ধর্মের সহিত হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের যে কঠোর সংগ্রাম চলিতেছিল উহাকে তিনি বড়ই খারাপ দৃষ্টিতে দেখিতেছিলেন। এই গভর্নরের নিকট বিরুদ্ধবাদীরা অভিযোগ করিল ও বলিল যে, মীর্যা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজ সরকার ও খৃষ্ট ধর্মের ভয়ংকর দুশমন। তাহাকে ধ্বংস কর।

বস্তুতঃ এই বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়া হযরত মসীহ মওউদ আলাইহেস সালাম বলেন:
“আমি অবিরত এই সংবাদ পাইয়া থাকি যে, কোন কোন বিদ্বেষপরায়ণ ব্যক্তি, যাহারা ধর্মীয় মতভেদের দরুন বা অন্য কোন কারণে আমার প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করে, অথবা যাহারা আমার বন্ধুগণের দুশমন, তাহারা আমার সম্বন্ধে এবং আমার বন্ধুগণের সম্বন্ধে সত্য বিরোধী তথ্য সরকারের সম্মানিত প্রশাসকগণের নিকট পৌঁছাইয়া থাকে। এইজন্য আশংকা রহিয়াছে যে ইহাদের বিদ্বেষপ্রসূত কার্যকলাপের দরুন সরকারী কর্মকর্তাগণের হৃদয়ে মিথ্যা ধারণা সৃষ্টি হইয়া আমার খানদানের ঐ সকল প্রাণান্তকর পরিশ্রম ও সেবা ব্যর্থ ও বরবাদ না হইয়া যায়।” (কেতাবুল বারীয়া, রুহানী খাজায়েন, ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা ৩৪৯)।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।