আহমদীয়াতের সহিত ইংরেজদের প্রশংসার কোন সম্পর্ক ছিল না
প্রকৃতপক্ষে আহমদীয়াতের অস্তিত্বই হযরত মসীহ মওউদ আলাইহেস সালাম হইতে শুরু হইয়াছে এবং তিনি যাহাদিগকে দোষারোপ হইতে মুক্ত করিতেছেন, তাহারা ঐ খান্দানের লোক যাহারা কেবলমাত্র আহমদীয়াতের পূর্বেকার লোকই নহেন, বরং এই সকল সেবাও আহমদীয়াতের সূচনার বহু পূর্বেকার সেবা এবং ইহার সহিত আহমদীয়াতের কোন সম্পর্কই ছিল না। বস্তুতঃ স্বয়ং পাকিস্তান সরকার এই কল্পিত শ্বেতপত্রে হযরত মসীহ মওউদ আলাইহেস সালামের বিরুদ্ধে একটি দলিল ইহাও উপস্থাপন করে যে, তাহার (আঃ) নিকট-আত্মীয়রাও তাহার ভয়ানক দুশমন ছিল। সুতরাং ঐ খান্দান, যাহাদিগকে স্বরোপিত বৃক্ষ বলা হইয়াছে, তাহারা আজকালকার পরিভাষায় আহলে-সুন্নত (সুন্নী) ছিল।
বস্তুতপক্ষে প্রকৃত আহলে-সুন্নত খোদাতায়ালার ফযলে আমরাই (অর্থাৎ আহমদীরাই)। সুতরাং ইহা দ্বারাতো ইহাই প্রতীয়মান হওয়া উচিত যে, হযরত মসীহ মওউদ আলাইহেস সালামের সুন্নী খান্দান, যাহাদের সহিত তিনি (আঃ) সম্পর্ক ছিন্ন করিয়াছিলেন এবং যাহারা আহমদীয়াতের দরুন তাহার (আঃ) বিরুদ্ধবাদী হইয়া গেল, তাহারা ইংরেজদের স্বরোপিত বৃক্ষ ছিল। যদি তাহারা স্বরোপিত বৃক্ষ ছিল তাহা হইলে তাহাই হউক। ইহাতে আহমদীয়া জামাতের কিছুই যায় আসে না। আহমদীয়া জামাতের সহিত এই খান্দানের কি সম্পর্ক আছে?
বস্তুতপক্ষে প্রকৃত আহলে-সুন্নত খোদাতায়ালার ফযলে আমরাই (অর্থাৎ আহমদীরাই)। সুতরাং ইহা দ্বারাতো ইহাই প্রতীয়মান হওয়া উচিত যে, হযরত মসীহ মওউদ আলাইহেস সালামের সুন্নী খান্দান, যাহাদের সহিত তিনি (আঃ) সম্পর্ক ছিন্ন করিয়াছিলেন এবং যাহারা আহমদীয়াতের দরুন তাহার (আঃ) বিরুদ্ধবাদী হইয়া গেল, তাহারা ইংরেজদের স্বরোপিত বৃক্ষ ছিল। যদি তাহারা স্বরোপিত বৃক্ষ ছিল তাহা হইলে তাহাই হউক। ইহাতে আহমদীয়া জামাতের কিছুই যায় আসে না। আহমদীয়া জামাতের সহিত এই খান্দানের কি সম্পর্ক আছে?
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।