আলেমদের উপর ইংরেজদের অনুগ্রহরাজী
ইহার বিপরীতে, ঐ সকল আলেম, যাহারা আহমদীদের বিরুদ্ধে এই অপবাদ আনয়ন করে যে ইহারা ইংরেজদের স্বরোপিত বৃক্ষ, তাহারা যে সকল প্রশংসা করিয়াছে (যাহার উল্লেখ আমি করিয়াছি) উহা তাহারা বিনা কারণে করে নাই। বরং এই সকল প্রশংসার ফলশ্রুতিতে তাহারা জায়গার প্রাপ্ত হইয়াছে।
বস্তুতঃ ইংরেজদের খোশামদের দরুন মৌলবী মোহাম্মদ হোসাইন বাটালবীকে চার মোরব্বা জমি বরাদ্দ করা হইয়াছে, যখন কিনা হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের খানদান এক ইঞ্চি জমিও পায় নাই এবং ইংরেজরা আহমদীয়া জামাতের উপর কোনভাবেও কোন এহসান করে নাই। সমগ্র বিশ্বে কোন মানুষ এক বিন্দু পরিমাণও এই কথা প্রমাণ করিতে পারিবে না যে, ইংরেজরা আহমদীয়া জামাতের জন্য অর্থব্যয় করিয়াছে বা তাহাদিগকে কোন উপাধিতে ভূষিত করিয়াছে, যখন কিনা আল্লামা ইকবাল “স্যার” উপাধি লাভ করেন এবং তাহাদের আলেমদিগকে বড় বড় উপাধিতে ভূষিত করা হইয়াছে এবং তাহারা সম্পত্তি লাভ করিতে থাকে ও কাঙ্খিত বস্তু পাইতে থাকে এবং তাহারা ইংরেজদের নিকট হইতে বেতন পাইতে থাকে। ইহারা সকলেতো ইংরেজদের দুশমন ও প্রথম সারির তথা কখিত মোজাহেদ ছিল! কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহেস সালাম এবং তাঁদের জামাত, যাহারা খোদার পথে অশেষ কুরবানী করিতে গিয়া কেবলমাত্র নিজেদের সম্পদ ও নিজেদের অর্থ-কড়ির উপর নির্ভর করিয়া চলিয়াছে এবং কখনো কোন সরকারের নিকট হইতে এক কানা কড়িও তাহারা পায় নাই, তাহারাই কি ইংরেজদের স্বরোপিত বৃক্ষ সাব্যস্ত হইল?
বস্তুতঃ ইংরেজদের খোশামদের দরুন মৌলবী মোহাম্মদ হোসাইন বাটালবীকে চার মোরব্বা জমি বরাদ্দ করা হইয়াছে, যখন কিনা হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের খানদান এক ইঞ্চি জমিও পায় নাই এবং ইংরেজরা আহমদীয়া জামাতের উপর কোনভাবেও কোন এহসান করে নাই। সমগ্র বিশ্বে কোন মানুষ এক বিন্দু পরিমাণও এই কথা প্রমাণ করিতে পারিবে না যে, ইংরেজরা আহমদীয়া জামাতের জন্য অর্থব্যয় করিয়াছে বা তাহাদিগকে কোন উপাধিতে ভূষিত করিয়াছে, যখন কিনা আল্লামা ইকবাল “স্যার” উপাধি লাভ করেন এবং তাহাদের আলেমদিগকে বড় বড় উপাধিতে ভূষিত করা হইয়াছে এবং তাহারা সম্পত্তি লাভ করিতে থাকে ও কাঙ্খিত বস্তু পাইতে থাকে এবং তাহারা ইংরেজদের নিকট হইতে বেতন পাইতে থাকে। ইহারা সকলেতো ইংরেজদের দুশমন ও প্রথম সারির তথা কখিত মোজাহেদ ছিল! কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহেস সালাম এবং তাঁদের জামাত, যাহারা খোদার পথে অশেষ কুরবানী করিতে গিয়া কেবলমাত্র নিজেদের সম্পদ ও নিজেদের অর্থ-কড়ির উপর নির্ভর করিয়া চলিয়াছে এবং কখনো কোন সরকারের নিকট হইতে এক কানা কড়িও তাহারা পায় নাই, তাহারাই কি ইংরেজদের স্বরোপিত বৃক্ষ সাব্যস্ত হইল?
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।