লোকদিগকে বিপথগামী করার জন্য মৌলবীদের পছন্দসই বচন
সুতরাং স্বরোপিত বৃক্ষের অপবাদ এবং ইংরেজদের প্রশংসা সম্বন্ধে ইহাই বলিতে হয় যে, হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম ইঙ্গিতেও কখনো আহমদীয়া জামাত সম্বন্ধে “ইংরেজদের স্বরোপিত বৃক্ষ” শব্দগুলি ব্যবহার করেন নাই। বরং তিনি যে খানদানের উল্লেখ করিয়াছেন তাহারা সুন্নি ও আহলে হাদীস খান্দান ছিলেন, অর্থাৎ তাহারা উভয় ফেরকার সংমিশ্রিত লোক ছিলেন এবং তাহাদের সম্বন্ধেও ধর্মীয় দৃষ্টিকোণ হইতে নয়, বরং খান্দানের দৃষ্টিকোণ হইতে তিনি (আঃ) তাহাদিগকে স্বরোপিত বৃক্ষ বলিয়াছেন। ইহা সম্বন্ধেও শতকরা একশত ভাগ সুনিশ্চিতভাবে প্রমাণ রহিয়াছে যে, তাহাদের নিকটও ইংরেজদের পক্ষ হইতে এক বিন্দু পরিমাণও আর্থিক সুযোগ সুবিধা পৌঁছে নাই। বরং ইংরেজ সরকার তাহাদের সম্পত্তি আত্মসাৎকারীরূপে প্রমাণিত হইয়াছে। অপবাদ আনয়নকারীদের নিজেদের অবস্থা এই যে, তাহারা সম্পূর্ণরূপে বাকশূন্য হইয়া গিয়াছে। তাহাদের মধ্যে খোদার ভয় নাই। আহমদীয়াত ছাড়াও তাহারা এক ফেরকা অন্য ফেরকাকে স্বরোপিত বৃক্ষরূপে আখ্যায়িত করিয়া চলিয়াছে। এই বচনটি (অর্থাৎ “স্বরোপিত বৃক্ষ” এর বাগধারাটি—অনুবাদক) তাহারা এইরূপ পছন্দ করিয়াছে যে, ইহাকে তাহারা ছাড়িতে চায় না এবং কোন কোন স্থানে স্বয়ং নিজেদের সম্বন্ধে ইহা প্রয়োগ করে ও স্বীকার করে এবং লোকদিগকে বলে যে, ‘হ্যাঁ, আমাদের ভিত্তি ইংরেজরা স্থাপন করিয়াছিল’। তদুপরি ইহা এইরূপ একটি ঐতিহাসিক ঘটনা যে, আপনারা ইহা পরিবর্তন করিতে পারেন না। অতঃপর তাহারা নিজেদের জীবন ও নিজেদের প্রতিষ্ঠার উদ্দেশ্যও বর্ণনা করে এবং তাহা স্বীকার করিয়া যাইতে থাকে।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।