স্বার্থান্বেষী মহলের পরিকল্পনাসমূহ
আজ এই মহল সম্বন্ধেই ঐতিহাসিক ঘটনাবলী দ্বারা ইহা প্রমাণিত যে, ইংরেজরা সদাসর্বদা ইহাদিগকে বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য ব্যবহার করিয়াছে এবং ইহাদিগকে আর্থিক সুযোগ সুবিধা দান করিয়া ইহাদের দ্বারা কোন কোন ঐতিহাসিক লক্ষ্য অর্জন করিয়াছে। এই ফেরকাকেই আজ পাকিস্তানে প্রতিষ্ঠিত করা হইতেছে এবং অবশিষ্ট সংখ্যাগরিষ্ঠ ফেরকাগুলিকে বুঝিতে দেওয়া হইতেছে না যে, তাহাদের সহিত কি করা হইতেছে। হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এত বিপুল পরিমাণ অশ্লীল ও জঘন্য গালি বর্ষণ করা হইতেছে যে, অসহায় লোকেরা এক দিকই দেখিতেছে। তাহারা অন্য কোন চেহারা ও আকৃতি দেখিতেই পাইতেছে না। তাহারা মনে করে যে, সকল বিপদ ও সকল যুলুম আহমদীয়াতের পক্ষ হইতে সংঘটিত হইতেছে এবং এই একটি বিপদই রহিয়া গিয়াছে। ইহা ব্যতীত অন্য কোন বিপদই আর রহিল না। বস্তুতঃ এই মিথ্যা হৈ-চৈ এর দরুন তাহারা নিজেদের অবস্থা সম্বন্ধে উদাসীন হইয়া পড়িয়াছে এবং তাহারা কিছুই জানে না যে, তাহাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হইতেছে এবং তাহাদের বিরুদ্ধে ভবিষ্যতে কি হইতে যাইতেছে। বস্তুতঃ আপনারা দেখিবেন, যদি এই পরিস্থিতি এইভাবে চলিতে থাকে তাহা হইলে কিছু দিনের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর শক্তিতে একটি ধর্মীয় ফেরকাকে পাকিস্তানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করিয়া দেওয়া হইবে এবং ইহারই নাম রাখা হইবে ইসলাম এবং ইহার বিরোধী যত ধর্ম–বিশ্বাস রহিয়াছে, ঐগুলিকে কোন না কোন ভাবে দোষারোপিত করা হইবে।
শিয়াদের বিরুদ্ধে সেখানে (অর্থাৎ পাকিস্তানে) যাহা কিছু হইয়াছে, তাহা আপনারা অবগত আছেন এবং ঐগুলি পত্র–পত্রিকায় প্রকাশিত হইয়াছে এবং সংগোপনে যে সকল প্রস্তুতি চলিতেছে, উহা তাহারাও উত্তম জানে। কিন্তু আমি আপনাদিগকে বলিতেছি যে, তাহারাও শান্তিতে নাই। যদি তাহারা মনে করে যে, তাহারা শান্তিতে আছে, তাহা হইলে তাহারা মিথ্যা ধারণা লইয়া বসিয়া রহিয়াছে।
শিয়াদের বিরুদ্ধে সেখানে (অর্থাৎ পাকিস্তানে) যাহা কিছু হইয়াছে, তাহা আপনারা অবগত আছেন এবং ঐগুলি পত্র–পত্রিকায় প্রকাশিত হইয়াছে এবং সংগোপনে যে সকল প্রস্তুতি চলিতেছে, উহা তাহারাও উত্তম জানে। কিন্তু আমি আপনাদিগকে বলিতেছি যে, তাহারাও শান্তিতে নাই। যদি তাহারা মনে করে যে, তাহারা শান্তিতে আছে, তাহা হইলে তাহারা মিথ্যা ধারণা লইয়া বসিয়া রহিয়াছে।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।