ইসলাম জাহান বিদেশী ষড়যন্ত্রের শিকার
অতএব ঐ একই আহলে হাদীস ও দেওবন্দী ফেরকার লোকদিগকে পূর্বেও ব্যবহার করা হইয়াছিল এবং তাহাদিগকে আজও ব্যবহার করা হইতেছে। কিন্তু আমাদেরতো এক খোদা রহিয়াছেন। তাঁহার উপর আমরা পরিপূর্ণভাবে ভরসা রাখি। তিনি কখনো আমাদিগকে পরিত্যাগ করেন নাই। তাঁহার সম্বন্ধে হযরত মসীহ মওউদ আলাইহেস সালাতু ওয়াস সালাম বলেন যে, “তিনি বিশ্বস্ততার সহিত আমাকে সাহায্য করিয়াছেন এবং তাঁহার এই বিশ্বস্ততার হস্ত কখনও আমাকে পরিত্যাগ করিবেন না।” কিন্তু ইহাদের কি হইবে, যাহাদিগকে সরলতা ও অজ্ঞতার দরুন আহমদীয়াতের শত্রুতায় পাগল করিয়া দেওয়া হইয়াছে? তাহাদের হুশ নাই যে, প্রকৃত আক্রমণ তাহাদের নিজেদের উপর করা হইতেছে। তাহাদের হেফাজতের জন্য তো অতঃপর কোন জামানত দেওয়া যাইতে পারে না। সুতরাং এই জাতির জন্য দোয়া করুন যে, আল্লাহতায়ালা ইহাদিগকে হুশ দিন এবং জ্ঞান দিন। মুসলমান দেশগুলির উপর ইসলামের নামে একটি বিদেশী ষড়যন্ত্র কার্যকর হইয়া যাওয়া খুবই বড় একটি বেদনাদায়ক যুলুম হইবে এবং তাহাদের চক্র হইতে অতঃপর এই সকল মুসলমান দেশ কখনো বাহির হইয়া আসিতে পারিবে না। এই ঘটনা তুরস্কে ঘটতেছে, ইন্দোনেশিয়াতেও ঘটিতে আরম্ভ করিয়াছে, মালয়েশিয়াতেও ঘটিতে আরম্ভ করিয়াছে এবং সুদানেও এই ঘটনা ঘটিয়াছে। যদি আপনারা চারিদিকে চাহিয়া দেখেন, তাহা হইলে আপনারা লক্ষ্য করিবেন যে, সর্বত্র ইসলামের নামকে ব্যবহার করিয়া কোন কোন শক্তি নিজেদের স্বার্থ উদ্ধার করার মত উপযোগী সরকারকে আনিয়া ক্ষমতায় অধিষ্ঠিত করিতেছে। রাশিয়ার ব্যাপারে ইহাই বলিতে হয় যে, তাহারা এই ক্ষেত্রে কাহারও পশ্চাতে নহে। প্রাচ্যের শক্তিগুলিও যেখানে তাহারা দাঁত বসাইতে পারে, তাহারাও সেখানে ইসলামের নামে এইরূপ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করিয়া দেয়, যাহাদের নিকট হইতে অতঃপর জাতি নিষ্কৃতি লাভ করিতে পারে না।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।