আপত্তির জবাব

আহমদীয়াতের দুশমনী লাঞ্ছনা ও জিল্লতির কারণ হইয়া যায়

সুতরাং দোয়া করুন, আল্লাহতায়ালা যেন স্বীয় ফযলে বিপথগামী লোকদের হাত হইতে মুসলমান সরকারগুলিকে উদ্ধার করেন এবং মুসলমান জাতিকে উদ্ধার করেন এবং এই ষড়যন্ত্রকে স্বীয় ফযলে ব্যর্থ করেন। অতএব প্রকৃত পরিস্থিতি এই যে, পাকিস্তানের লোকদের দৃষ্টি আজ আহমদীয়াতের উপর নিবদ্ধ। কেননা ইহাদের সকল হিল্লা এখন শেষ হইয়া যাইতেছে এবং তাহারা আপনাদের (অর্থাৎ পাকিস্তানের আহমদীদের) দিকে চক্ষু মেলিয়া তাকাইয়া রহিয়াছে। অনেক খ্যাতনামা গয়ের আহমদী মুসলমান বলেন যে, এখনতো আমরা কেবলমাত্র এতটুকু বুঝিতে পারিতেছি যে, পূর্বেও যখন কখনোও কেহ তোমাদের (আহমদীদের) বিরুদ্ধাচরণ করিয়াছে, সে ব্যর্থ হইয়াছে। এই জন্য খোদা করুন, এখনও যেন এইরূপ হয়। কেননা এখন আমাদের মধ্যে এই যালিমদের নাগপাশ হইতে মুক্ত হওয়ার কোন শক্তি নাই। তোমাদের দরুন যদি আমরা পরিত্রাণ পাইয়া যাই এবং তোমাদের দরুন যদি আমরা নিষ্কৃতি লাভ করি—ইহাই একটি সম্ভাব্য রাস্তা রহিয়াছে। ইহা ব্যতীত আর কোন রাস্তা নাই। কিন্তু আমাদেরতো (অর্থাৎ আহমদীদের) কোন শক্তি নাই। আমরাতো নেহায়েত এক দুর্বল জামা’ত। না রাজনীতির সহিত আমাদের কোন সম্পর্ক রহিয়াছে এবং না কখনও আমরা এই সকল রাজনৈতিক বিবাদে জড়িত হইয়াছি। যুগ-সরকারের বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া এবং আন্দোলন বা বিদ্রোহ করা—ইহাতো না আমাদের প্রকৃতিতে রহিয়াছে এবং না ইহা আমাদের শিক্ষার অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের এই দৃঢ় বিশ্বাস রহিয়াছে এবং এই অভিজ্ঞতা রহিয়াছে যে আমাদের খোদা কখনো আমাদিগকে একাকী পরিত্যাগ করেন না। তিনি সদা-সর্বদা আমাদের দুশমনদিগকে লাঞ্ছিত ও হতমান করিয়া থাকেন। যে কেহ আহমদীয়াতের উপর হাত উঠাইয়াছে, ঐ হাত হামেশাই কাটাইয়া দেওয়া হইয়াছে। অতএব দোয়া করুন এবং তাঁহার দিকে অবনত হউন, যেন তিনি আমাদের অছিলায় দেশের অবশিষ্ট মানুষদিগকেও নিষ্কৃতি দান করেন এবং ইসলাম জাহানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলিতেছে উহাকেও শেষ করিয়া দেন এবং ঐ সকল শক্তিকে ব্যর্থ করিয়া দেন, যাহারা ইসলামের নামে নিজেদের শাসন ক্ষমতাকে অধিক সুপ্রতিষ্ঠিত এবং অধিক সম্প্রসারিত ও স্থায়ী করিয়া চলিয়াছে। আল্লাহতায়ালা তাহাদের হাত হইতে আমাদিগকে নিষ্কৃতি দান করুন।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।