আপত্তির জবাব

তাহারা কে যাহাদের সহিত ইংরেজদের স্বার্থ জড়িত?

এতক্ষণ যাবৎ আমি পাকিস্তান সরকারের পক্ষ হইতে প্রকাশিত কষ্টকল্পিত শ্বেতপত্র হইতে একটি অপবাদ সম্বন্ধে আলোচনা করিয়াছি। এই অপবাদে বলা হইয়াছে যে, আধুনিক গবেষকরা প্রমাণ করিয়া দিয়াছে যে, আহমদীয়াত ইংরেজদের স্বরোপিত বৃক্ষ, যাহা বৃটিশ সাম্রাজ্যের স্বার্থসংরক্ষণের জন্য লাগানো হইয়াছে। এই অপবাদের প্রথম অংশের উত্তর আমি দিয়াছি এবং বলিয়াছি যে, স্বরোপিত বৃক্ষের যথার্থতা কি এবং কাহারা স্বরোপিত বৃক্ষ এবং আধুনিক গবেষকরা কি বস্তু? আমি ইহাও প্রমাণ করিয়াছি যে, স্বার্থ সম্বন্ধে ইহাই বলিতে হয় যে, আহমদীয়া জামা’তের নিজেদের এমন কোনই স্বার্থ ছিল না, যাহা ইংরেজদের সহিত জড়িত আছে, বা কখনো জড়িত ছিল, অথবা ভবিষ্যতে কখনো জড়িত থাকিতে পারে। ইংরেজদের স্বার্থ যদি আহমদীয়া জামা'তের সহিত জড়িত না থাকে, তাহা হইলে তাহারা কে যাহাদের সহিত ইংরেজদের স্বার্থ জড়িত? অথবা কথাটা এইভাবে বলা যায় যে, ধনতান্ত্রিক শক্তিগুলির স্বার্থ কাহাদের সহিত জড়িত? এই বিষয় সম্বন্ধে এখন আমি বন্ধুগণকে বলিব।

আপনার উত্তর যোগ করুন

আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।