ইসলামের সহিত খৃষ্টধর্মের প্রবঞ্চনা
ইহা ছিল ঐ যুগ, যখন কিনা বড় বড় সম্ভ্রান্ত পরিবার, এমনকি কোন কোন সৈয়দজাদা এবং বড় বড় আলেম ও সাজ্জাদনশীন এবং পীর–ফকীরও খৃষ্টান হইয়া যাইতেছিলেন এবং ইসলামের বিরুদ্ধে নেহায়েত অশ্লীল পুস্তকাদি লিখিতে আরম্ভ করিয়াছিলেন! ইহা ঐ যুগ ছিল, যখন কিনা পাদ্রী ফণ্ডার এবং পাদ্রী ইমাদুদ্দিন এবং অন্যান্য খৃষ্টান পাদ্রী ইসলাম ত্যাগ করিয়া (উদাহরণ স্বরূপ, মৌলবী হামিদুদ্দীন খান, মৌলবী আবদুল্লাহ বেগ, মৌলবী হোসাম উদ্দীন (বোম্বাই), মৌলবী কাজী সফর আলী, মৌলবী আবদুর রহমান প্রভৃতি—ইহারা সকলেই ঐ যুগে ইসলাম ত্যাগ করিয়া মুরতাদ হইয়া গিয়াছিল) খৃষ্টধর্ম গ্রহণ করিয়াছিল এবং ইসলামের বিরুদ্ধে এত অশ্লীল বই–পুস্তকাদি প্রকাশ করিয়াছিল এবং ইসলামের প্রতিষ্ঠাতা (সাঃ)–এর বিরুদ্ধে এইরূপ ভয়ংকর বিষোদগার করিয়াছিল, যাহা কোন কোন হিন্দু পত্র–পত্রিকাকেও (উদাহরণ স্বরূপ, শামসুল আথবার, লক্ষ্ণৌ, ১৫ই অক্টোবর, ১৮৭৫ ইং, ৭ম সংখ্যা, পৃষ্ঠা ১৫ এবং আরো অনেক পত্র–পত্রিকা) এই কথা লিখিতে বাধ্য করিয়া দিয়াছিল যে, “একটি বিদ্রোহ তো ১৮৫৭ খৃষ্টাব্দে হইয়াছে, এখন যদি এই যুগে কোন বিদ্রোহ হয়, তাহা হইলে উহা এই সকল পাদ্রীর ইসলামের বিরুদ্ধে এই সকল অশ্লীল আক্রমণের ফলশ্রুতিতে সংঘটিত হইবে।” উদাহরণ স্বরূপ, উম্মুল মোমিনীনগণের (অর্থাৎ হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের পবিত্র স্ত্রীগণ, যাহাদিগকে মোমিনদের মাতা বলা হয়) নামে একটি যারপরনাই হৃদয়বিদারক ও অশ্লীল পুস্তক প্রকাশিত হইয়াছে। ইহাতে আঁ–হযরত সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এবং তাঁহার (সাঃ) পবিত্র স্ত্রীগণের বিরুদ্ধে জঘন্য অপবাদ আরোপ করা হইয়াছে। ইহার রচয়িতা হইল ডাক্তার আহমদ শাহ্ সায়েক। ইনি তিব্বতের লেহ্–লাদাখের প্রাক্তন মেডিক্যাল অফিসার। এই পুস্তকটি খৃষ্টধর্মাবলম্বী পুরুষোত্তম দাস গুজরানওয়ালার শো’লা প্রেস হইতে প্রকাশ করিয়াছে।
আপনার উত্তর যোগ করুন
আপনার উত্তরটি একজন এডমিন রিভিউ করে অনুমোদন করবেন।